SBI: ৪৪ কোটি গ্রাহকদের জন্য বড় ঘোষোনা করলো STAEBANK,জেনেনিন আপনিও

আজ ৪৪ কোটি গগ্রাহকদের জন্য বড় ঘোষোনা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের অন্যতম বড় লেনদেনকারী রাষ্ট্রায়াত্ব সংস্থা জানিয়েছে আজ শনিবার সারাদিনের একটি নির্দিষ্ট সময় থেকে বন্ধ থাকবে যাবতীয় ইউপিআই পরিষেবা।

জানাগেছে রাত ১২.৩০ থেকে শনিবার বিকেল ৪.৩০পর্যন্ত বন্ধ থাকবে এসবিআইএর যাবতীয় ইউপিআই পরিষেবা। আর সেই কারণে ওই সময় ইউপিআই ব্যবহার কারী সত্যেব্যাংকের গ্রাহকরা পাবেন না এই পরিষেবা।

মূলত, বিভিন্ন রকমের টেকনিক্যাল ইস্যু ফিক্স করার জন্য প্রায়ই SBI তাদের পরিষেবা সাময়িক বন্ধ রাখে। বিশেষ করে এই ধরণের কাজ রাতে নিত্দিস্ট সময়ে করা হলেও এবার এসবিআই জারি করেছে কোম্ব বিরতি। আর সেই কারণে আজকের দিনে কিছুটা বিপত্তি বাঁধতে পারে লেনদেনে। তবে এসবিআইএর বাকি সব পরিষেবা আগের মতোই সচল থাকবে বলে জানা গেছে। আপনি পাচ্ছেন কি ? এই পরিষেবা তাহলে জানাতে পারেন আমাদের নিচের কমেন্টস বক্সে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy