News

২০২৪ সালের ভোটে জোট গড়তে চান না কেজরিওয়াল, মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি

২০২৪ সালের লোকসভা ভোটে মহাজোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, জোট যদি হয় তবে সেটা হবে মানুষের সঙ্গে।

কেজরিওয়াল আরো বলেছেন, বহুদলীয় জোট কী সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তার কথায়, আমি জানি না কী করে রাজনীতি করতে হয়।

আমি জানি না কেন কোনো একটি দলকে হারাতে ১০ বা তার বেশি দলের জোট তৈরি করতে হয়। আমি কাউকে হারাতে চাই না। আমি চাই দেশ জিতুক।
প্রসঙ্গত, জুলাইয়ে ভারতের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে কেজরিওয়ালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ ওই নির্বাচনকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে হার প্রায় নিশ্চিত জেনেও বিজেপির পাল্টা সর্বসম্মত জোট প্রার্থী দিতে চাইছে তৃণমূল-সহ একাধিক বিরোধী দল।

গত সপ্তাহেই দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। তার সঙ্গে এ বিষয়ে কিছু কথাও হয়। তার পর আম আদমি পার্টির প্রধানের এই মন্তব্য বিরোধী জোটের উদ্যোগকেই প্রশ্নের মুখে ফেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Exit mobile version