১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে দিলেন চমক

ভারতীয় চলচ্চিত্র জগতে নতুন ইতিহাস গড়লেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সীমিত সংস্করণের গাড়িটির মূল্য ১২ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকার সমান। এই ক্রয়ের মাধ্যমে উর্বশী যোগ দিলেন ভারতের শীর্ষ ধনী ও তারকাদের এলিট ক্লাবে।

‘দ্য ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উর্বশীর আগে এই মডেলের গাড়ির মালিক হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, অভিনেতা অজয় দেবগন, ভিভেক ওবেরয়, দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুন এবং শিল্পপতি মুকেশ আম্বানি। তবে কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে এই বিলাসবহুল গাড়ির মালিক হওয়ার কৃতিত্ব প্রথম অর্জন করলেন উর্বশী। এই ক্রয় তাঁর ক্রমবর্ধমান সাফল্য এবং প্রভাবের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

বিলাসিতার শিরোনামে উর্বশী
উর্বশী রাউতেলা প্রায়ই তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য সংবাদমাধ্যমে আলোচনায় থাকেন। কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাক পরে, আবার কখনো বিলাসবহুল গাড়ি কিনে তিনি ভক্ত ও সমালোচকদের নজর কাড়েন। এবার রোলস-রয়েস কালিনান ব্ল্যাক কিনে তিনি আবারও শিরোনামে উঠে এসেছেন। এই গাড়িটি শুধু তার মূল্যের জন্যই নয়, বরং এর স্বতন্ত্র ডিজাইন ও বিরলতার জন্যও বিখ্যাত।

‘ডাকু মহারাজ’ ও বিতর্ক
উর্বশীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’ গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার প্রখ্যাত অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। উর্বশী এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও, এর ‘দাবিডি ডিবিডি’ গানটি বিতর্কের মুখে পড়ে। গানের নৃত্যে উর্বশীর পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে এটিকে অশোভন বলে মন্তব্য করেন। তবে এই বিতর্ক সত্ত্বেও সিনেমাটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

তারকা থেকে ট্রেন্ডসেটার
উর্বশী রাউতেলা শুধু অভিনয় দিয়েই নয়, তাঁর জীবনযাপন ও পছন্দ দিয়েও ভক্তদের মুগ্ধ করেন। ‘ডাকু মহারাজ’-এর সাফল্য এবং এই বিলাসবহুল গাড়ি ক্রয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, তিনি কেবল একজন তারকা নন, বরং একজন ট্রেন্ডসেটারও। তাঁর এই নতুন অর্জন ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি করেছে এবং বলিউডে তাঁর অবস্থানকে আরও মজবুত করেছে।

উর্বশীর এই ক্রয় এবং তাঁর সাম্প্রতিক কাজ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভবিষ্যতে তিনি কীভাবে তাঁর ক্যারিয়ার ও জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করেন, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy