
এক ছোট বিরিয়ানির দোকান থেকে সৃষ্টি উত্তালোর ঘটনা নিয়েছে খাস কলকাতার বুকে। নিউটাউন শাপুরজি এলাকায় ঘটনাটি কেন্দ্র জনতা শোরগোল। সুত্রপুক্ত করেছে টেকনোসিটি থানায় কম্প্লেইনট দিয়েছে এই ঘটনা নিয়ে অভিজিত ইয়ুবক অজয় সর্দারের বিরুদ্ধে ।
ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ জানানো হয়েছেন আক্রান্ত ব্যবসায়ী। রূপমের দাবি, প্রায়শই দোকানে এসে ‘দাদাগিরি’ দেখাতো অজয় সর্দার নামে এক য়ুবক। প্রায়ই বিরিয়ানি নিয়ে টাকা দিত না। তোলাবাজির চেষ্টা করতো।
এদিকে ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। পাশেই বাড়িতে খেতে গিয়েছেন। তার দোকানে দুই কর্মচারি রয়েছেন তাদের কাছ থেকে টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি চায় অভিযোক্ত য়ুবক। তা দিতে অস্বীকার করাতেই দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিজোগ। বাড়ি থেকে ফিরে ঘটনা দেখে প্রতিবাদ করাতেই তার উপর চড়াও হয় অসামীক। হাসপাতাল থেকে ফিরে সোজা থানায় দ্বারস্থ হয়েছে আক্রান্ত ব্যবসায়ী।