১০০-টি দেশে মুক্তি পাবে হৃত্বিক-সইফ অভিনীত ‘বিক্রম বেদা’

অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। ছবিতে একে অপরের বিরুদ্ধে লড়বেন সাইফ আলী খান ও হৃতিক রোশান। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। জানা গেছে ভারত সহ ১০০-টি দেশে মুক্তি পাবে এই সিনেমা।

বলিউডের সিনেমার বাজার ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অনেক সিনেমাই ভারতে ভালো ব্যবসা করতে না পারলেও দারুণ ব্যবসা করেছে ভারতের বাইরে। আর তাই বিশ্বের ১০০টি দেশে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘বিক্রম বেদা’।
সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy