হোলির ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, ৫.২ মাত্রার জোরাল কম্পন

শুক্রবার ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ভূমিকম্পটি অনুভূত হয় রাত ২টো ৫০ মিনিটে। ভৌগলিক অবস্থান অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল ৩৩.৩৭° উত্তর অক্ষাংশ এবং ৭৬.৭৬° পূর্ব দ্রাঘিমাংশে, কার্গিল, লাদাখ।

কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে লাদাখ ও কাশ্মীরেও তা অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর অধীনে পড়ে, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। হিমালয়ের নীচে থাকা টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

গত এক মাসে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৮ মার্চ নেপালে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও অনুভূত হয়। এছাড়াও, ফেব্রুয়ারি মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

ভূমিকম্পের পরে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনও আপৎকালীন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

লাদাখ ও কাশ্মীরের বাসিন্দারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে, কোনও বড় ক্ষয়ক্ষতির খবর না পাওয়ায় স্বস্তি মিলেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy