
গুজরাতে ফিরল দিল্লির ভয়ঙ্কর স্মৃতি। বঢোদরায় এক মত্ত গাড়িচালক বৃহস্পতিবার রাতে একাধিক গাড়িতে ধাক্কা মেরে এক মহিলাকে হত্যা এবং বেশ কয়েকজন পথচারীকে গুরুতর আহত করেছেন। কারেলিবাগ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুই চাকার যান ও বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও তিন থেকে চারজন গুরুতর আহত হন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গেছে, ওই চালক মত্ত অবস্থায় ভেঙেচুরে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসছেন। কালো টি-শার্ট পরা ওই ব্যক্তি ভারসাম্যহীন অবস্থায় অসংলগ্নভাবে চিৎকার করছিলেন, “আরেক রাউন্ড, আরেক রাউন্ড!”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃত মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর রক্তের নমুনা পরীক্ষা করে মদ্যপানের প্রমাণ নিশ্চিত করা হয়েছে। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে রাস্তার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হবে। পাশাপাশি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।