‘হেরা ফেরি ৩’ নিয়ে চরম ধোঁয়াশা! পরেশ রাওয়াল ছাড়া ছবি অসম্ভব, মুখ খুললেন সুনীল

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। এই অচলাবস্থার মাঝেই এবার মুখ খুললেন ছবির অন্যতম প্রধান অভিনেতা সুনীল শেট্টি, যিনি পরেশ রাওয়ালের আচমকা প্রস্থানের খবরে যারপরনাই বিস্মিত। সুনীল স্পষ্ট জানিয়েছেন, এই ছবি বাবুরাও (পরেশ রাওয়াল) ছাড়া একেবারেই ভাবা যায় না!

“পরেশজি ছাড়া একশো ভাগ অসম্ভব!”
এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি দৃঢ়তার সঙ্গে বলেন, “হেরা ফেরি পরেশজি ছাড়া হতে পারে না। একশো ভাগ অসম্ভব! আমার না হয় এক শতাংশ সম্ভাবনা আছে না থাকার, বা অক্ষয় কুমার না থাকলেও হয়তো ১% চলতে পারে… কিন্তু পরেশজি না থাকলে একশো শতাংশ অসম্ভব।” তার এই মন্তব্য ছবির ফ্যানদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

রাজু-শ্যাম-বাবুরাও: ‘হেরা ফেরি’র প্রাণশক্তি
সুনীল শেট্টি মনে করেন, ‘হেরা ফেরি’ সিরিজের আসল প্রাণশক্তি হলো রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেট্টি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল)—এই ত্রয়ীর অসামান্য কেমিস্ট্রি। আর এই মজবুত বন্ধন গড়ে উঠেছিল বাবুরাওয়ের হাত ধরেই। সুনীল বলেন, “বাবুরাও-ই তো আমাদের দু’জনকে ভাড়া দিয়েছিলেন! সেই থেকেই শুরু। ওর ছাড়া রাজু-শ্যামের রসায়নই ভেস্তে যাবে।”

পরেশ রাওয়ালের প্রস্থান: সুনীলের বিস্ময় ও প্রতিক্রিয়া
সুনীল শেট্টি জানান, পরেশ রাওয়ালের সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার খবরটি তিনি প্রথম পান তাঁর সন্তান—আথিয়া ও আহান শেট্টির কাছ থেকে। সেই সময় তিনি ‘কেরি বীর’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। সুনীলের কথায়, “ওরা দু’জনেই আমাকে একসঙ্গে খবরটা পাঠালো। আর সঙ্গে একটা প্রশ্ন—’বাবা, এটা কী?’ আমি চমকে উঠেছিলাম।”

বর্তমানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করছেন সুনীল, যেখানে অক্ষয় কুমারও রয়েছেন। তাই সহ-অভিনেতার এমন হঠাৎ সরে যাওয়ার সিদ্ধান্তে তিনি ভীষণ বিস্মিত। সুনীল আরও বলেন, “আমি নিজেও এই ‘হেরা ফেরি ৩’-এর জন্য মুখিয়ে ছিলাম। আবার সেই পুরোনো ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখতে চেয়েছিলাম। ওঁর চলে যাওয়ার পিছনে আসলে কী ঘটেছে, সেটা জানার জন্য আমি ওঁর সঙ্গে যোগাযোগ করব।”

পরিচালক প্রিয়দর্শনের বক্তব্যের সঙ্গেও একমত সুনীল। তিনি মনে করছেন, এই জট খুলবে একমাত্র তখনই যখন বাবুরাও অর্থাৎ পরেশ রাওয়াল আবার ফিরে আসবেন। ‘পরেশ বাবু ভাইয়া রাওয়াল না থাকলে ছবিই নয়’—এটাই যেন ‘হেরা ফেরি’ ভক্তদের শেষ কথা! এখন দেখার বিষয়, এই জটিল পরিস্থিতি থেকে ‘হেরা ফেরি ৩’ কীভাবে মুক্তি পায়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy