হুবুহু যেন অমিতাভ বচ্চন, অভিনেতার মতো দেখতে কে এই আফগান শরণার্থী?

পেছনে ফেরা যাক। ২০১৮ সালে এক বিখ্যাত আলোকচিত্রী একজন আফগান শরণার্থীর মুখচ্ছবি সামাজিক পাতায় শেয়ার করেছিলেন। পরে দ্রুতই তা ছড়িয়ে পড়ে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ওই সময় মানুষ ধারণা করেছিল, ছবিটি সম্ভবত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমায় ঠিক অমন লুকে দেখা গিয়েছিল বিগ বচ্চনকে।

ফের একই স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে হাত ঘুরছে। নেটিজেনরা এখনও অবাক হচ্ছেন। ভাবছেন তিনি বুঝি অমিতাভ বচ্চন!

সামাজিক পাতায় এক নেটিজেন লিখেছেন, ‘মেকআপ দেওয়ার পর তাঁকে অমিতাভ বচ্চনের মতো লাগছে।’ আরেক জন লিখেছেন, ‘আমি ভেবেছি ইনি অমিতাভ বচ্চন।’

শুধু তা-ই নয়, আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে এটি অমিতাভ বচ্চনের গুলাবো সিতাবো সিনেমার লুক।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছি, এটি অমিতাভ বচ্চনের আগামী সিনেমার লুক!’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy