“হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুন….”- হুঁশিয়ারি কৌস্তভের

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চরম উত্তেজনা। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দেন কৌস্তভ।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৌস্তভ লেখেন, ‘এক জিহাদি, ৪২ জন জিহাদি সহ, রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলেছেন। এসব বালখিল্য কথাবার্তা না-বলে পাকিস্তান বা বাংলাদেশে জমি, বাড়ি দেখে রাখুন। ২০২৬-এর পর আপনাদের সকলের কাজে লাগবে। আর রইলো শুভেন্দু বাবুর কথা, হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন, বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি হবে।’

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। স্পিকার অনুমতি না দেওয়ায় বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ এবং বিধায়ক মনোজ ওরাওঁ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মার্শাল ডেকে তাঁদের বিধানসভা থেকে বের করে দেন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওয়াক আউট করেন।

শুভেন্দু অধিকারী বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব।” শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির। তিনি বলেন, “আপনার এত হিম্মত হয়নি যে আমাদের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে বের করবেন। আপনি ৭২ ঘণ্টার মধ্যে এই মন্তব্য প্রত্যাহার না করলে, আমরা বিধানসভায় আপনার ঘরের সামনে বুঝে নেব।”

হুমায়ুঁর মন্তব্যের পাল্টায় কৌস্তভ বলেন, “শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি হবে।” এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চরমে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে। অন্যদিকে, বিজেপি বলছে, তৃণমূলের হুমকি এবং মুসলিম তোষণ নীতির বিরুদ্ধে এই মন্তব্য এসেছে।
শুভেন্দু-হুমায়ুঁ দ্বৈরথে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই সংঘাত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy