হামাস-ইসরায়েল যুদ্ধের ৪০০ দিন— জেনেনিন ইসরায়েলি হামলায় কি পরিণতি হলো গাজার?

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। যা আজ শনিবার (৯ নভেম্বর) ৪০০ দিনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে গাজায় সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা।

তাদের হামলায় ছোট এ উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের ৭০ শতাংশই নিরীহ নারী ও শিশু। ইসরায়েলিদের হামলায় এই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ২ হাজার মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থায় পড়ে আছেন আরও ১০ হাজার ফিলিস্তিনি।

নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার ৩৮৫ জনই শিশু। যারমধ্যে ৮২৫ শিশুর বয়স এক বছরেরও কম ছিল। নিহত বাকিদের মধ্যে ১২ হাজারই নারী।
ইসরায়েলি হামলায় গাজায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। যারা অন্যকে সহায়তা করতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছেন।
নিহতদের মধ্যে অন্তত ১২ হাজার ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। যারা যুদ্ধের আগে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত।

এই যুদ্ধে গাজায় ফেলা হয়েছে ৮৬ হাজার টন বিস্ফোরক। এসব বিস্ফোরকের আঘাতে গাজা একটি ধ্বংস নগরীতে পরিণত হয়েছে। সেখানে এমন কোনো বাড়ি নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি।

এছাড়া গাজার মানুষ এখন দুর্ভিক্ষের কবলে পড়ার শঙ্কায় আছেন। আশঙ্কা করা হচ্ছ সেখানকার মানুষ এখনই না খেয়ে দিনযাপন করছেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy