“হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের তলা থেকে খুঁজে বের করা হবে”

সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ ‘এম ভি কেম প্লুটো’তে হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের তলা থেকে খুঁজে বের করা হবে হুঁশিয়ার করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, সাগরে এই আক্রমণের ঘটনাগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রয়োজনে হামলাকারীদের সমুদ্রের নীচ থেকেও খুঁজে বের করে কড়া পদক্ষেপ করা হবে। ভারতের উন্নয়নে কিছু দেশ ক্ষুব্ধ।

আরব সাগরে হামরার শিকার এম ভি কেম প্লুটোতে ২০ জন ভারতীয় ও ভিয়েতনামি নাবিক ছিলেন। হামলার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজের প্রহরায় জাহাজটি মুম্বাই বন্দরে পৌঁছেছে। অন্য দিকে দক্ষিণ লোহিত সাগরে গ্যাবনের পতাকাবাহী একটি জাহাজও ড্রোন হামলার শিকার হয়। তাতেও ২৫ জন ভারতীয় নাবিক ছিলেন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানকে দায়ী করছে।

এদিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজে পরপর হামলার পরিপ্রেক্ষিতে আরব সাগরে তিনটি ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’ শ্রেণির জাহাজ মোতায়েন করেছে তারা। এর ফলে এই ধরনের হামলার সম্ভাবনা কমবে বলে আশা ভারতের। ওই এলাকায় নজরদারির জন্য বিমানও ব্যবহার করবে নৌবাহিনী।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy