“স্ত্রীর থেকেই প্রয়োজন মতো টাকা চেয়ে নেই!”-ATM-এ বুথে আজও যাননি অমিতাভ

কোন বনেগা ক্রোড়পতির সিটে বসে প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডা করার ফাঁকে মাঝেমধ্যেই নিজের বিষয়ে নানা অজানা তথ্য ফাঁস করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। দর্শকের কাছেও বেশ উপভোগ্য হয়ে ওঠে সেসব তথ্য।

সম্প্রতি কেবিসি-র একটি পর্বে হট সিটে বসা প্রতিযোগীকে ‌অমিতাভ জানালেন, তিনি নিজের কাছে কখনো ক্যাশ টাকা রাখেন‌‌ না। এমনকি আজ পর্যন্ত নাকি কোনওদিন এটিএম বুথ থেকেও টাকা তোলেননি।

বলা রাখা ভালো, অমিতাভ কখনো এটিএম বুথ থেকে টাকা তুলতে যাননি। কারণ বুথ থেকে টাকা তোলাটা তার কাছে খুব জটিল লাগে। তাই স্ত্রী জয়া বচ্চনের থেকেই প্রয়োজন মতো টাকা চেয়ে নেন তিনি!

অমিতাভকে ওই প্রতিযোগী ফের জিজ্ঞেস করেন, আর পাঁচটা ভারতীয় পরিবারে যেমন স্ত্রীরা তাদের স্বামীদের বলে, কাজ সেরে ঘরে ফেরার সময় বাজার করে ফিরতে অথবা প্রয়োজনীয় টুকটাক কিছু কিনে আনতে। জয়া বচ্চনও কি অমিতাভের উদ্দেশ্যে সেরকম নির্দেশ দেন?

শোনামাত্রই মজার সুরে ‘শাহেনশাহ’র জবাব, ‘নিশ্চয়ই। জয়াজী বলেন, নিজেকে সুস্থভাবে,‌ সাবধানে বাড়ি ফিরিয়ে আনুন। ব্যস’

অবশ্য এরপর অমিতাভের সংযোজন, ‘জুঁই ফুল খুব প্রিয় জয়াজীর। তাই অনেকসময় বাড়ি ফেরার সময় রাস্তায় ঘুরে ঘুরে যারা জুঁই ফুলের মালা বিক্রী করেন, তাদের থেকে সেই মালা কিনে বাড়ি ফিরি। অথবা গাড়িতেও মাঝেমধ্যে রেখে দিই, কারণ আমারও সেই ফুলের সুগন্ধ বড্ড‌ প্রিয়।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy