স্টিভ জবসের নিজ হাতে লেখা কুম্ভ মেলা সংক্রান্ত চিঠি উঠলো নিলামে, জেনেনিন কত উঠলো দাম?

কুম্ভ মেলায় আসার ইচ্ছে জানিয়ে ১৯৭৪ সালে নিজের ছোটোবেলার বন্ধু টিম ব্রাউনকে একটি চিঠি লিখেছিলেন আন্তর্জাতিক টেকজায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। যুক্তরাজ্যভিত্তিক নিলাম সংস্থা বোনহ্যামস সম্প্রতি চিঠিটি নিলামে তুলেছে।

নিলামে স্টিভ জবসের নিজ হাতে লেখা এ চিঠিটির ন্যূনতম দাম হাঁকা হয়েছে ৫ লাখ ৩১২ টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চিঠিটি কিনতে চান, তাহলে এর চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে। নিজের ১৯ তম জন্মদিনের আগের দিন টিম ব্রাউনকে চিঠিটি লিখেছিলেন জবস।

চিঠির এক জায়গায় জবস লিখেছেন, “আমি কুম্ভ মেলা দেখতে ভারতে যেতে চাই। আগামী এপ্রিল থেকে মেলা শুরু হবে। আমি মার্চ মাসেই কোনো এক দিন রওনা দেবো, কবে যাব এখনও ঠিক করিনি।”

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বছর কুম্ভ মেলা উপলক্ষে ভারতে এসেছিলেন স্টিভ জবস। মেলা শেষে উত্তরাখণ্ডে ভারতীয় সন্ন্যাসী নিম করোলি বাবা’র মূল আশ্রমেও গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে নিম করোলি বাবা আগের বছর মারা গেছেন।

তবে এতে হতাশ না হয়ে নৈনিতাল চলে যান স্টিভ জবস। উত্তরাখণ্ডের এই শৈলশহরে নিম করোলি বাবা’র আর একটি আশ্রম ছিল। কাইঞ্চি ধাম নামের সেই আশ্রমে সাত মাস কাটানোর পর যুক্তরাষ্ট্রে ফিরে আসেন জবস।

নিজের ডায়রিতে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “বাড়ি আসার পর মা-বাবা আমাকে প্রথমে চিনতে পারেনি। কারণ আমার মাথা কামানো ছিল, গায়ে ছিল ভারতীয় সুতি কাপড়ের আলখাল্লা এবং রোদে পুড়ে ত্বকের রং চকলেটের মতো গাঢ় হয়ে গিয়েছিল।”

ভারতে প্রতি ১২ বছর পর পর কুম্ভ মেলা হয়। দেশ-বিদেশ থেকে তীর্থযাত্রীরা এই মেলায় আসেন। এ বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা, চলবে আগামী আরও ৬ সপ্তাহ।

স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস কয়েক বছর আগে ধর্মগুরু স্বামী কৈলাশানন্দ গিরি’র কাছে সনাতন ধর্মে দীক্ষা নিয়েছেন। চলতি বছরের কুম্ভ মেলায় যোগ দিতে তিনিও এসেছেন।

সূত্র : এনডিটিভি

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy