
সোনাঝুরিতে দোল উৎসব নিয়ে উত্তেজনার অবসান। পুলিশের পক্ষ থেকে অভয় দেওয়া হয়েছে যে, শান্তিনিকেতনের যে কোনও স্থানে সাধারণ মানুষ মুক্তভাবে দোল খেলতে পারবেন। কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই।
বন দফতরের নির্দেশে সোনাঝুরিতে দোল বন্ধের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। বিরোধী দলনেতারা অভিযোগ করেন, পুলিশ পরিকল্পিতভাবে বসন্ত উৎসব বন্ধ করতে চাইছে। তবে, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন সোনাঝুরিতে। নিজেদের মধ্যে রঙ খেলা ও আনন্দে মেতে উঠেছেন সকলে।
অন্যদিকে, নৈহাটিতেও রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে অংশ নেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
সোনাঝুরির ঐতিহ্যবাহী দোল উৎসব পুলিশের নিরাপত্তায় নির্বিঘ্নে চলছে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মনও ভরিয়ে দিয়েছে।