কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের DA বাড়িয়েছে ৩৪ শতাংশ। আর এই বৃদ্ধি কার্যকর হিসেবে বিবেচিত হবে ১ জানুয়ারী ২০২২ থেকে। প্রসঙ্গত ররেলোয়ে ইতিমধ্যে তার সমস্ত অঞ্চলকে কর্মচারীদের DA ও পেনশনভোগীদের DR বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে। সরকারের এই সিধান্তের ফ্লরে উপকৃত হবেন রেলদফতরের ১৪ লক্ষ কর্মচারী।
ভারতীয় রেল কর্মচারীদের একাউন্টে খুব শিগ্রই ঢুকে যাবে মোটা অংকের অর্থ। কেন্দ্র সরকারের পর এবার রেলওয়ে দিয়েছে বেতন বাড়ানোর নির্দেশ। তাই আর কিছুদিনের মধ্যে রেল দফতরের কর্মরত কর্মচারী ও পেনশন ভোগীরা পেতে চলেছেন মোটা অর্থ।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সরকার DA বাড়িয়ে করেছে ৩৪ শতাংশ। ২০২১ সালের মহার্ঘ ভাতার পরিমান ছিল ১৭ শতাংশ অর্থাৎ গত ৯ মাসে দ্বিগুন হয়েছে মহার্ঘ ভাতা। তাই এবার সরকারি কর্মীদের পরিবারে ফুটতে চলেছে সুখের হাসি।
ডিএ বাড়ানোর পর বেতন কত বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের ৩৪ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন হয় ১৮,০০০ টাকা।তাই আগে কর্মচারী ৩১ শতাংশ ডিএ হারে ৫,৫৮০ টাকা ডিএ পেয়েছিলেন। সাম্প্রতিক বৃদ্ধির পরে, কর্মচারী ৬,১২০ টাকা ডিএ পাবেন।