“সীমান্তে অনুপ্রবেশই বলুন বা পাচার সবেতেই হাত আছে BSF-এর”- বিস্ফোরক উদয়ন গুহ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। খুন, রাহাজানি, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ উঠছে। এর ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু সাধারণ নাগরিক নয়, জঙ্গিরাও সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে, সঙ্গে পাচার হচ্ছে সোনা, টাকা ও অন্যান্য সামগ্রী। আর এই অনুপ্রবেশ ও পাচারের জন্য সরাসরি বিএসএফকেই দোষারোপ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন, সীমান্ত পাহারায় থাকা বিএসএফ-এর মদত ছাড়া এই অনুপ্রবেশ ও পাচার সম্ভব নয়। তিনি বলেন,”আমি বহুদিন ধরেই বলে আসছি, সীমান্তে অনুপ্রবেশ কিংবা পাচার বিএসএফ-এর সহযোগিতা ছাড়া সম্ভব নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নিয়ে সরব হয়েছেন উদয়ন গুহ। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, বিএসএফ অনুপ্রবেশ ও পাচারের সঙ্গে যুক্ত। ভিডিওটি পোস্ট করার পরই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ থেকে বহু মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এপারে এসে গা-ঢাকা দিয়ে থাকছে। বনগাঁ, বসিরহাট, স্বরূপনগর, মাথাভাঙা, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের ধরা পড়ার ঘটনা ঘটেছে। তবে, এই অনুপ্রবেশকারীদের ধরেছে রাজ্য পুলিশ, বিএসএফ নয়। এই বিষয়টি নিয়েও রাজ্যের অভিযোগ রয়েছে।

রাজ্যের মন্ত্রী যখন বিএসএফ-এর বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন, তখন তা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

উদয়ন গুহ তার পোস্ট করা ভিডিও প্রসঙ্গে বলেছেন,”এই ভিডিও আমার দাবির সত্যতাকে প্রমাণ করে। বিএসএফ কীভাবে পাচার ও অনুপ্রবেশে সহায়তা করছে, তা এতে স্পষ্ট।”তবে, এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তেও চাপ বাড়ছে। দিনহাটা ও মাথাভাঙার মতো এলাকাগুলোতে বিএসএফের ওপরে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার অভিযোগও রয়েছে।

এই পরিস্থিতিতে উদয়ন গুহর অভিযোগ যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে নতুন রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ-এর তরফ থেকে এই অভিযোগের কী উত্তর আসে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy