সাদা জামা ও নীল রঙের লিপস্টিকে উরফি, নেটিজেনরা বললেন, লিপস্টিক না পেনের কালি?

উরফি মানেই চমক। উরফি মানে বিতর্কও। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি জাভেদ খবরের শিরোনামে উঠে আসেন। কখনও তিনি পরেছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনও তাঁকে লজ্জা নিবারণ করতে দেখা গিয়েছে সেফটিপিনে তৈরি পোশাকে। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। এ বার নতুন অবতারে দেখা গেল তাকে।

সম্প্রতি একদম আলাদা লুকে পাপারাৎজিদের সামনে এলেন উরফি। একটি ব্যাকলেস ফ্রন্ট ওপেন টপ পরেছিলেন তিনি। সঙ্গে শর্ট স্কার্ট। আর স্কার্টের দুদিক থেকেই কাটা। সঙ্গে পোশাকের সঙ্গে ম্যাচিং হাই হিল।তবে এসব ছাড়িয়ে নেটিজেনদের নজরে পড়লো গাঢ় নীল রঙের লিপস্টিক আর নেলপলিশ। আর আপাতত তা নিয়েই যত ট্রোল।

একজন লিখলেন, ‘ম্যাডাম আপনি ভুল করে পেনের কালি মেখে নিয়েছেন’। অপরজনের মত, ‘জানি নীল লিপস্টিক এখন ফ্যাশনে ট্রেন্ড। তা বলে এরকম করে কাউকে দেখিনি। এটা দেখে মনেই হচ্ছে না লিপস্টিক।’

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy