সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন সাইফ আলী খান। বাড়ির ভিতর প্রবেশের আগেই তিনি হাত নেড়ে বুঝিয়ে দেন একেবারে সুস্থ আছেন। তারপর বাড়ির ভিতরে চলে যান। তবে এবার সাইফের নিরাপত্তায় আরও বেশি সচেতন পরিবার।

কোনওরকম বিপদ এড়াতে তার হাসপাতাল থেকে ফেরার আগেই পৌঁছে যান ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়ের টিম। কারণ, এখন অভিনেতার নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত। অভিনেতা এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy