পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা গ্রামে ঘটে গেল অস্বাভাবিক এক ঘটনা। সরস্বতী পুজোর দিন এক ছাত্রীর সঙ্গে যুবকের প্রেমের পরিণতি হলো পালিয়ে বিয়ে হয়ে। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শুরু হওয়া বন্ধুত্ব অচিরেই প্রেমে পরিণত হয়, এবং প্রেমের সেই গল্পের চূড়ান্ত পরিণতি হল সরস্বতী পুজোর দিন মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করার মাধ্যমে।
ঘটনাটি ঘটে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বালা গ্রামে। জানা গিয়েছে, বালা গ্রামের এক যুবকের সঙ্গে ঘাটালের নতুক গ্রামের ছাত্রীর ফেসবুকে আলাপ হয়। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এরই ধারাবাহিকতায় ওই যুগল সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার কথা বলে পালিয়ে যায় এবং মন্দিরে গিয়ে বিয়ে করে।
সোমবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে খবর পৌঁছানোর পর, মঙ্গলবার ভোরে বিডিও উৎপল পাইক-সহ ব্লক প্রশাসনের কর্মকর্তারা ছেলেটির বাড়িতে যান। পাত্র ও পাত্রীসহ ছেলের পরিবারের সদস্যদের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে নিয়ে আসা হয়। এরপর মেয়ে পক্ষের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
মেয়ের পরিবার দাবি করেছে, তারা সারারাত ধরে মেয়ে কে খুঁজেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সকালবেলা বিষয়টি জানতে পারেন। মেয়েটির পরিবার এবং ছেলেটির পরিবারকে সরকারি আইন বুঝিয়ে, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা ছেলেমেয়ে এবং তাদের পরিবারের এই কীর্তিতে হতবাক হয়েছেন।