সরকারি চাকরি: ১৯০০ জন মহিলার কাজের সুযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, জেনেনিন বিস্তারিত

উত্তর ২৪ পরগনা জেলায় ১০,৩৬৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। কিন্তু কর্মীর অভাবে এসব কেন্দ্রে বুনিয়াদি শিক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। এ বার জেলা প্রশাসন ১৯০০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের উদ্যোগ নিয়েছে।

এই দুই পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ। বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। আগামী ২৯ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তির পর ২৫ দিন ধরে চলবে আবেদন গ্রহণ। তার পর পরীক্ষার মাধ্যমে জেলায় মোট ১৯০০ জনকে নিয়োগ করা হবে।

জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, “দ্রুত এই নিয়োগ করতে চাইছি। সব মিলিয়ে মোট ১৯০০ জন মহিলাকে আমরা কাজের সুযোগ দিতে পারব। আর এই প্রক্রিয়া আগামী মাসের মধ্যে হয়ে যাবে। গ্রামীণ ও শহর দু’টি এলাকাতেই নিয়োগ হবে। নিয়োগ কমিটির চেয়ারম্যান জেলাশাসক। স্বচ্ছ ভাবে নিয়োগের জন্য রাজ্য সরকার এ ক্ষেত্রে পোর্টাল তৈরি করেছে। তাতে আবেদনকারীদের সমস্ত তথ্য আপলোড করতে পারবেন।”

জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “এক জন আবেদনকারী দু’টি ক্ষেত্রে আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা আসেনি।”

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy