সরকারি অফিসারের বাড়িতে টাকার পাহাড়, নোট গোনার জন্য এল কাউন্টিং মেশিন

বিহারের বেত্তিয়া জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জেলা শিক্ষা আধিকারিকের (ডিইও) বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। বেত্তিয়া জেলা শিক্ষা অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে ভিজিল্যান্স বিভাগ।

পাটনার ভিজিল্যান্স টিম সকাল থেকেই ডিইও রজনীকান্ত প্রবীণকে জেরা করছে। তদন্তে এখন পর্যন্ত প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং নোট গোনার জন্য মেশিন আনা হয়েছে।

সকাল থেকে অভিযান:

জানা গেছে, পাটনা থেকে আসা ভিজিল্যান্স টিম আজ সকালে জেলা শিক্ষা অফিসারের বাড়িতে অভিযান শুরু করে। কাউকে বাড়ির ভিতরে প্রবেশ বা বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রশাসন ও ভিজিল্যান্স বিভাগের কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কোথায় চলছে তল্লাশি:

বেত্তিয়ার মুফাস্সিল থানা এলাকার বসন্ত বিহার কলোনিতে জেলা শিক্ষা অফিসারের বাড়িতে এই তল্লাশি চলছে। ডিইও রজনীকান্ত প্রবীণ গত তিন বছর ধরে বেত্তিয়ায় এই পদে কর্মরত আছেন। ভিজিল্যান্স টিম কয়েক ঘণ্টা ধরে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থলে পুলিশও মোতায়েন করা হয়েছে। ভিজিল্যান্স টিম ডিইও-র অন্যান্য বাড়িতেও অভিযান চালাচ্ছে বলে খবর।

দুর্নীতির অভিযোগের তদন্ত:

সূত্রের খবর, জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। ডিইও-র বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পত্তি সংক্রান্ত অভিযোগও নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে ভিজিল্যান্স টিম এই বিষয়ে তদন্তে ব্যস্ত এবং মামলার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এই ঘটনায় শিক্ষা দফতরের অভ্যন্তরে দুর্নীতির চিত্র আরও একবার প্রকাশ্যে এল। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পর আরও কি তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy