জীবনে সফলতা কে না চায়? কিন্তু সফলতা পাওয়ার জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়। যে সকল মানুষ জীবনে এই দুটি জিনিসসফলভাবে করতে পারেন, তাঁরাই সফলতা পাওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে একজন ব্যক্তিকে। আপনার সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায় এমন কোনও কাজ কখনও করবেন না। আসুন এবার দেখে নি কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে একজন ব্যক্তিকে।
1. অবমূল্যায়ন- কখনও নিজের অবমূল্যায়ন করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন ও কঠোর পরিশ্রম করুন। দেখবেন, একদিন আপনি ঠিক সফল হবেন।
2. আবেগপূর্ণ সিদ্ধান্ত- আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই ধরণের সিদ্ধান্তের ফলে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করার আগে, সব দিক ভালো করে ভেবে নিন। তারপর নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন।
3. ভুলের পুনরাবৃত্তি- বার বার একই ভুল করার থেকে বিরত থাকুন। যে সকল মানুষ জীবনে সফলতার সিঁড়ি চড়েছেন, তাঁরা সবাই নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ও তা সংশোধন করেছেন। সব সময় মনে রাখবেন, মানুষের নজর রয়েছে আপনার উপর। একটি ছোট্ট ভুলের পুনরাবৃত্তি আপনাকে অনেকের চক্ষুশূল করে তুলতে পারে।
4. সমস্যা খোঁজা ও তার সমাধান বার করা- সমস্যা তো অনেকেই খুঁজে বার করতে পারে। কিন্তু সেই সমস্যার সঠিক সমাধান দিতে পারে খুব কম মানুষ। যে সকল মানুষ জীবনে সফলতা অর্জন করেছেন, তাঁরা শুধুমাত্র সমস্যার কথা বলেননি, সমস্যা সমাধানের উপায়ও বার করেছেন। বসে থেকে সমস্যা নিয়ে কথা বলেন না তাঁরা। সমস্যা সমাধানের উপায় খুঁজে বার করার চেষ্টা করতে থাকেন তাঁরা। সমস্যায় পড়লে বহু মানুষই এই সকল ব্যক্তিদের শরণাপন্ন হন।
5. শেখার সুযোগ হাতছাড়া করা- সফল মানুষরা জীবনে সব সময় নতুন কিছু শিখতে চান। নতুন কিছু শেখার সুযোগ কিছুতেই হাতছাড়া করেন না তাঁরা। একটি বিষয়ের বিভিন্ন দিক থাকতে পারে। একটি বিষয় নিয়ে কাউকে দেখেন অন্যভাবে আলোচনা করছে, তাহলে তাঁর কথা মোণোজোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, আপনার জানাটাই শেষ নয়। তাই, নিজের মনের দরজাগুলি খুলে রাখুন।