সপ্তাহে তিন দিন স্কুল খোলা, নির্দেশ শ্রীলঙ্কা সরকারের

শ্রীলঙ্কায় সপ্তাহে তিন দিন সশরীরে স্কুল খোলা রাখার নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।

সোম, মঙ্গল ও বৃহস্পতিবার শ্রীলঙ্কার শিক্ষার্থীরা স্কুলে যাবে। তবে বুধবার ও শুক্রবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় এসব বলা হয়।

ছুটির পর আগামী সোমবার (২৫ জুলাই) শ্রীলঙ্কার স্কুল খোলার কথা। এরপর থেকে এই নিয়মে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের প্রথম অংশ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে এ শিক্ষাবর্ষের দ্বিতীয় ও তৃতীয় অংশের সময়সীমা পরে জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানায়। সঙ্গত কারণে কেউ সময়মতো স্কুলে না আসতে পারলে বা স্কুল ড্রেস না পরতে পারলে তা বিবেচনায় নেওয়ার কথা বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy