সন্ত্রাসের আঁতুড়ঘর কোথায়, তা গোটা বিশ্ব জানে”, পাকিস্তানের কুপ্রচেষ্টাকে কড়া কটাক্ষ করে ভারত

পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় এবার ভারতের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছে ইসলামাবাদ। তবে, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত।

পাকিস্তানি ট্রেন হাইজ্যাকের ঘটনায় ভারতের জড়িত থাকার যে কুপ্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “পাকিস্তান যে অভিযোগ করছে, তা কড়াভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। সন্ত্রাসের আঁতুড়ঘর কোথায়, তা গোটা বিশ্ব জানে। পাকিস্তান নিজেদের দিকে তাকিয়ে দেখুক, তারপর অন্য বিষয়ে কথা বলুক।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেন, আফগানিস্তানের ভিতরে থেকে বালোচ বিদ্রোহীদের দিয়ে পাকিস্তানের ট্রেন ভারত হাইজ্যাকের পরিকল্পনা করে। কিন্তু, ভারতের পাল্টা মন্তব্যে স্পষ্ট জানানো হয়েছে, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সম্প্রতি পাকিস্তানি সেনার “অক্ষমতা” এবং বিদ্রোহীদের হাতে ২১ পণবন্দিকে হত্যার ঘটনার প্রেক্ষাপটেই ইসলামাবাদের এই অভিযোগ এসেছে। তবে, ভারতের মতে, পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদ দমনে নিজেদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করা, অন্যের দিকে অভিযোগের আঙুল তোলার আগে।

বিশ্ব সম্প্রদায়ও পাকিস্তানের সন্ত্রাসের মদতদাতা হিসেবে পরিচিত। তাই এই অভিযোগ আন্তর্জাতিক মহলেও বিশেষ গুরুত্ব পাচ্ছে না। ভারতও স্পষ্ট করে দিয়েছে, তারা কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং পাকিস্তানের এই ভিত্তিহীন প্রচেষ্টার কঠোর নিন্দা করছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy