কানাডিয় পপতারকা জাস্টিন বিবারের সংসার টিকছে না। স্ত্রী হাইলি বিবারের সঙ্গে বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিন্তু কেন? অনেক দুঃখের সময় পাড়ি দিয়ে যখন ঘর বাঁধলেন মডেল হাইলির সঙ্গে, তখন কেউ ভাবেনি, এই পরিণতি বরণ করতে হবে তাদের।
সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি। সেখানে বেশ কঙ্কালসার দেখাচ্ছে তাকে। ভাঙা গাল, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। শরীরের এই হাল দেখে বোঝা যাচ্ছে, মানসিকভাবে ভালো নেই তিনি। অনেকে মনে করছেন, আবারও মাদকে ডুবে গেছেন বিবার।
সংবাদমাধ্যম জানিয়েছে, বিবার-হাইলির বিচ্ছেদের রয়েছে বেশ কিছু কারণ। সেসবের অন্যতম মাদক। তবে এই মাদক সেবনের পেছনে আবার রয়েছে একটি মামলার ভয়। বিবারের সাবেক গুরু সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি তাই হয়, সেটা হবে তার ক্যারিয়ারের জন্য নেতিবাচক এক ঘটনা। সেই আতঙ্ক থেকেই নতুন করে মাদকে ডুবেছেন এই তারকা।
অন্যদিকে হাইলি বিবারের সঙ্গে ছয় বছরের সংসার ভাঙার কারণ হচ্ছে অতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণ। হাইলি চান, সন্তানের ওপর যেন এমন মাদকাসক্ত বাবার কোনো প্রভাব না পড়ে।
২০১১ সালে প্রথম পপ তারকা সেলেনা গোমেজের সঙ্গে প্রেমে জড়ান বিবার। ২০১৮ সালে শেষবারের মতো বিচ্ছিন্ন হন তারা। ২০১৯ সালে মার্কিন মডেল হাইলি ব্যাল্ডউইনকে চুপিচুপি বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় ছয় বছর পর বিবার আর হাইলির সন্তান জন্ম নেয়।