
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) এখন তাঁদের জীবনের এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে এক নতুন অতিথি। এই সুসংবাদ জানার পর থেকেই তাঁদের পরিকল্পনা ও কাজকর্ম সবই ভবিষ্যৎ সন্তানকে ঘিরে আবর্তিত হচ্ছে।
সম্প্রতি, সিদ্ধার্থ মলহোত্র একটি চ্যাট শো-তে এসে বাবা হওয়ার অভিজ্ঞতা ও সন্তান লালন-পালনের বিষয়ে নিজের ভাবনার কথা জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাবা-মা হওয়া কেবল একটি দায়িত্ব নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদানের সুযোগ।
সন্তানকে বড় করা নিয়ে সিদ্ধার্থের বিশেষ ভাবনা
সিদ্ধার্থের মতে, সন্তানকে সুস্থ, শিক্ষিত ও সুসংস্কৃত পরিবেশে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,
🔹 “একজন শিশুকে বড় করে তোলার দায়িত্ব বাবা-মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের শিক্ষা।”
🔹 “একজন সন্তানকে শেখানো দরকার আশেপাশের মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা কতটা জরুরি, সমাজে থাকা কতটা প্রয়োজনীয়।”
🔹 “ছোটবেলা থেকেই একজন শিশুকে নিজের কাজের দায়িত্ব নিতে শেখানো উচিত। বাবা-মা যে শিক্ষায় বিশ্বাস করেন, সেটিই তাঁদের সন্তানের মধ্যে গড়ে তুলতে হবে।”
🔹 “ছেলে বা মেয়ে জন্মসূত্রে হয়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার বিষয়টি নির্ভর করে তার স্বভাবে ও শিক্ষায়।”
মাতৃত্বের জন্য কিয়ারা বদলেছেন কেরিয়ারের পরিকল্পনা
কিয়ারার কাছে পরিবার প্রথম স্থান। মা হওয়ার খবর আসার পরেই তিনি তাঁর কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে দুটি সিনেমার কাজ করছেন তিনি, তবে এরপর আর কোনো নতুন কাজ নেবেন না কিছু সময়ের জন্য।
বিশেষ করে, তাঁর পরবর্তী প্রোজেক্ট ‘ডন ২’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিয়ারা। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর, কিন্তু মাতৃত্বকে প্রাধান্য দিয়ে তিনি সিনেমাটি ছেড়ে দিয়েছেন। এখন প্রযোজকরা নতুন মুখ খুঁজছেন তাঁর জায়গায়।
কিয়ারা চান তাঁর মেয়ে করিনা কাপুরের মতো হোক!
এর আগে কিয়ারা আডবাণী এক সাক্ষাৎকারে বলেছিলেন,
🔹 “আমি চাই না আমার সন্তান আমার বা সিদ্ধার্থের মতো হোক। বরং যদি সে মেয়ে হয়, তাহলে যেন করিনা কাপুর খানের মতো হয়।”
🔹 করিনাকে নিজের আদর্শ মনে করেন কিয়ারা, এবং তাই তিনি চান তাঁর সন্তানও করিনার মতোই আত্মবিশ্বাসী ও দৃঢ় মানসিকতার হোক।
🔹 তবে তিনি এটিও বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার সন্তান সুস্থ হোক। ছেলে বা মেয়ে যাই হোক না কেন, ও যেন ভালোভাবে বড় হয়ে ওঠে।”
উৎসবের মেজাজে সিদ্ধার্থ-কিয়ারা পরিবার
সন্তান আসার খবরে সিদ্ধার্থ ও কিয়ারা পরিবারে এখন উৎসবের আমেজ। দুই পরিবারই বিয়ের পর তাঁদের প্রথম সন্তানকে নিয়ে ভীষণ আনন্দিত। বলিউডের এই পাওয়ার কাপলের নতুন জীবনের এই অধ্যায় নিয়ে ভক্তরাও উচ্ছ্বসিত।
এখন দেখার বিষয়, নতুন অতিথির আগমনের পর সিদ্ধার্থ ও কিয়ারা তাঁদের প্যারেন্টিং স্টাইলে কী চমক আনেন!