‘শেরশাহ’ র পর ফের উর্দি তে সিদ্ধার্থ, প্রকাশ পেল ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র টিজার

বলিউডে পরিচালক রোহিত শেঠির ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা অভিষেক হতে চলেছে ওয়েব দুনিয়ায়। বুধবার (২০ এপ্রিল) সকালে প্রকাশ পেয়েছে রোহিত শেঠির প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর টিজার প্রকাশ পেয়েছে। এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা।

রোহিত শেঠির জনপ্রিয় বেশিরভাগ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন পুলিশকর্মী। এই ছবিতেও তার ব্যতিক্রম নয়। পুলিশের পোশাকে দেখা গেছে সিদ্ধার্থ মালহোত্রাকে। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

প্রকাশিত টিজারটির শুরুতেই পুলিশের গাড়ি দেখা যায়। অস্ত্র হাতে দেখা যায় রোহিত শেঠিকে। এরপর পুলিশের পোশাকে সিদ্ধার্থ মালহোত্রাকে হেঁটে আসতে দেখা যায়। নেপথ্যে শোনা যায় ‘জয় হিন্দ’ ধ্বনি।

টিজারটি শেয়ার করে ইনস্টাগ্রামে সিদ্ধার্থ লিখেছেন, ‘রোহিত শেঠি স্যার যখন অ্যাকশন বলেন, জেনে বুঝেই বলেন! স্বয়ং অ্যাকশন কিং-এর সঙ্গে কপ ইউনিভার্সে প্রবেশ করতে পেরে আনন্দিত।’

ছবির শুটিং শুরু হয়ে গেছে। সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে রোহিত শেঠি চমকপ্রদ কিছু উপস্থাপন করবেন, সেই আশায় আছেন ভক্তরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy