শুটিং ফ্লোরে হৃতিকের পায়ে গুরুতর চোট! পিছল ‘ওয়ার ২’-এর প্রস্তুতি

২০১৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই ‘ওয়ার ২’-এর প্রস্তুতি শুরু হলেও এক ধাক্কা খেলো ছবির শুটিং। জানা যাচ্ছে, একটি গানের দৃশ্যের অনুশীলনের সময় পায়ে গুরুতর চোট পান হৃতিক রোশন। চোট এতটাই গুরুতর যে, শুটিং আপাতত স্থগিত রাখতে হয়েছে। সূত্রের খবর, মে মাস থেকে আবার শুরু হবে ছবির কাজ। হৃতিকের বিপরীতে এবার থাকছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।

নাগার দেওয়া আংটির নতুন ব্যবহার সামান্থার!
সামান্থা রুথ প্রভু বর্তমানে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। তবে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের স্মৃতি তিনি পুরোপুরি মুছে ফেলেননি। সম্প্রতি জানা গেছে, বাগদানের সময় নাগা চৈতন্যের দেওয়া আংটিটি তিনি ফেলে দেননি, বরং সেটিকে একটি লকেটে রূপান্তর করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে সামান্থাকে ওই লকেট পরতে দেখা গিয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগেও তিনি তাঁর বিয়ের পোশাক নতুনভাবে রূপান্তরিত করেছিলেন।

আইনি জটে শাহরুখ, বন্ধ মন্নতের পুনর্নির্মাণ!
বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মন্নত’-এ চলছে পুনর্নির্মাণের কাজ। তবে এর মাঝেই আইনি জটে পড়েছেন কিং খান। জানা যাচ্ছে, ভারত সরকার ‘ঐতিহ্যবাহী’ তকমা দিয়েছে এই বিলাসবহুল বাংলোকে। ফলে, নতুন করে নির্মাণ করতে গেলে সরকারি অনুমতি আবশ্যক। অনুমতি না মেলায় আপাতত বন্ধ রাখা হয়েছে মন্নতের কাজ। এই মুহূর্তে শাহরুখ তাঁর পরিবারের সঙ্গে অন্য একটি আবাসনে থাকছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy