শাশুড়ি নাকি বউমার, কার রাজত্ব চলবে কাপুর পরিবারে?

পাঁচ বছর সম্পর্কে থাকার পর গত বৃহস্পতিবার ধুমধাম করে বিয়ে করেছিলেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর বউমা আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ নীতু কাপুর। একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ছেলে-বউমাকে ঘিরেই তার গোটা দুনিয়া। এবার নীতু একটি জাতীয় টেলিভিশনে বলে বসলেন তার একান্ত ইচ্ছার কথা।

খুব শিগগির ঋষি-পত্নীকে দেখা যাবে ‘ডান্স দিওয়ানে জুনিয়রস’-এর বিচারক হিসাবে। নোরা ফতেহি এবং কোরিওগ্রাফার মরজির সঙ্গে এই শো-এর বিচারক নীতু। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে শো-এর সম্প্রচার। নতুন প্রোমোতে দেখা গেল রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে কথা বলছেন অভিনেত্রী।

প্রোমোর শুরুতে নোরা মশকরা করে ‘sass’ শব্দটিকে ‘সাস’ (শাশুড়ির হিন্দি উচ্চারণ)-এর মতো উচ্চারণ করেন। এরপর সঞ্চালক করণ কুন্দ্রা বলে উঠেন, ‘স্যাস তো আসবেই কারণ বহু আসছে ঘরে’। নীতু সপাটে বলে উঠেন, ‘আসছে না এসে গেছে’। এরপর করণের প্রশ্ন, বাড়িতে কার রাজত্ব চলবে? জবাবে নীতু জানান, ‘শুধু বউমার। আমি তো চাই শুধু বউমারই রাজত্ব যেন চলে’।

নীতু কাপুর ও নোরা ফতেহিদের পোশাক দেখেই স্পষ্ট, গত ১১ এপ্রিল এই এপিসোডের শুটিং হয়েছে। সেদিনও সংবাদমাধ্যমের সামনে রণবীর-আলিয়ার বিয়ের খবর এড়িয়ে গিয়েছিলেন নীতু কাপুর। তবে শুটিং ফ্লোরে তিনি সরাসরি বলে দেন, ‘বিয়ে হয়ে গেছে’।

শাশুড়ি-বউমা এক বাড়িতে না থাকলেও দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে বেশ মজবুত তা বেশ স্পষ্ট। একথা কারও অজানা নয়। এর আগে রণবীরের কোনো প্রেমিকার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ ছিলেন না নীতু কাপুর। তবে আলিয়ার সঙ্গে শুরু থেকেই মাখোমাখো সম্পর্ক নীতুর। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরও খুব পছন্দ করতেন আলিয়াকে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy