রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি, উত্তেজিত শ্রোতারা

সম্প্রতি বারাণসিতে শো করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর আয়োজকদের ‘দায়িত্বজ্ঞীন’ বলে ক্ষোভ প্রকাশ করেন এই গায়ক।

শোয়ের অব্যবস্থাপনা দেখে মারাত্মক হতাশ মোনালি। শিল্পীর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা ছিল যে, তিনি সেখানে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেতে পারতেন।

এক ভিডিও বার্তায় গায়িকা বলেন, ‘আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এমন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!’

মোনালির সংযোজন, ‘অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছাব, যখন আমি নিজেই শোয়ের সমস্ত দায়িত্ব নিতে পারব।’

এরপর মোনালি বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy