
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আইটেম ড্যান্সার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে বিভিন্ন আইটেম গানে তাঁর কোমর দোলানো নাচ বহু দর্শকের মন জয় করেছে। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানে তাঁর নৃত্যশৈলী ব্যাপক সাড়া ফেলেছিল; এরপর থেকেই একাধিক আইটেম গানের প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগেই খবর আসে, অজয় দেবগন অভিনীত ‘রেইড টু’ সিনেমায় একটি বিশেষ আইটেম গানে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় উঠে আসেন তিনি।
সম্প্রতি ‘রেইড টু’ সিনেমার সেই আইটেম গানের শুটিং সেট থেকে তামান্নার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তামান্নার পরনে রয়েছে সাদা ও সোনালী রঙের ঝলমলে একটি ব্রালেট এবং হাই স্লিট লেহেঙ্গা। ব্যাকগ্রাউন্ডে থাকা নৃত্যশিল্পীদের মাঝে ক্যামেরার সামনে বিভিন্ন পোজে দেখা যাচ্ছে তাঁকে। এই লুকে তামান্নাকে বেশ আবেদনময়ী লাগছে এবং তিনি রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন।
তামান্না ভাটিয়ার এই নতুন লুক দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই তাঁর সৌন্দর্য ও নাচের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ আবার ‘আজ কি রাত’-এর পর এটিও একটি হিট গান হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন।