“রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই”- পাকিস্তানকে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে সরাসরি সতর্ক করে বলেছেন, “তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো (তোমাদের জন্য) আছেই।” মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদি সরাসরি পাকিস্তানের জনগণের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের ‘রোগ’ থেকে পাকিস্তানকে মুক্ত করতে চাইলে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।

গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদ থেকে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন?”

পাকিস্তানের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, “তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও। নইলে আমার গুলি (বুলেট) তো আছেই।”

এর আগে গুজরাটের দাহোদে আরেক জনসভায় মোদি ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে, তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়।”

ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন, “‘অপারেশন সিঁদুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, এটা আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন।”

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy