
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ উত্তপ্ত। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। ইতিমধ্যেই ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ করে হিন্দু ভোটব্যাঙ্কে নজর কেড়েছে গেরুয়া শিবির। এবার রাম নবমীকে হাতিয়ার করে রাজ্যে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন,”রাম নবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় নামবে। কোনও অনুমতি নেব না। অনুমতির প্রয়োজন নেই।”শুভেন্দুর এই হুঙ্কারকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করে বলেন,”পশ্চিমবঙ্গে রাম নবমী পালিত হয়, এতে নতুন কিছু নেই। তবে রমজান মাসে দোল-হোলি, গুড ফ্রাইডেও পালিত হবে। ঈশ্বরের ইচ্ছায় সবকিছু চলবে।”
তিনি আরও বলেন,”শুভেন্দু কাদের নামতে বলছেন, সেটা সবাই জানে। যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের মানুষ প্রত্যাখ্যান করবে।”
লোকসভা ভোটের আগে হিন্দু ভোটব্যাঙ্ককে সংহত করতে চাইছে বিজেপি।শুভেন্দুর হুঙ্কারে পরিষ্কার, বিজেপি ধর্মীয় আবেগকে হাতিয়ার করেই বাংলায় তাদের ভোটব্যাঙ্ক মজবুত করতে চাইছে।অন্যদিকে তৃণমূল চাইছে, সংখ্যালঘু ভোট ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে সামনে রেখে বিজেপিকে মোকাবিলা করতে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে…
রাম নবমীতে শুভেন্দুর এই শক্তি প্রদর্শন বাংলার ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। তবে এতে কতটা জনসমর্থন আদায় করতে পারবে গেরুয়া শিবির, তা সময়ই বলবে।