রামনবমীতে শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ

রামনবমীর শোভাযাত্রার অনুমতি না পেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বাঁকুড়ার শালতোড়ায় এই শোভাযাত্রা আয়োজন করতে চেয়েছিল সংগঠনটি। তবে পুলিশের তরফে অনুমতি না মেলায় আদালতের শরণাপন্ন হয়েছে তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানির অনুমতি দিয়েছেন।

আগামী ৬ এপ্রিল সারা রাজ্যজুড়ে রামনবমী উদযাপনের প্রস্তুতি চলছে। বিজেপি-সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলের পরিকল্পনা করেছে। এমনকি, বিজেপির একাধিক নেতার মুখে অস্ত্র মিছিলের ইঙ্গিতও মিলেছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য পুলিশ প্রশাসনও সতর্ক রয়েছে। ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ অস্ত্র নিয়ে মিছিলের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বাঁকুড়ার শালতোড়ায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে পুলিশ জানিয়েছে, ওইদিন শালতোড়ায় আরও কিছু মিছিল রয়েছে, ফলে আইনশৃঙ্খলার কারণে অতিরিক্ত শোভাযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভিএইচপি। মামলার শুনানি হতে পারে আগামীকাল।

এটি প্রথম ঘটনা নয়। এর আগে হাওড়াতেও দুটি রামনবমীর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। সেই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আয়োজকরা আদালতে মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানিও রয়েছে বৃহস্পতিবার।

রামনবমী ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। পুলিশ প্রশাসনও নজরদারি বাড়িয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy