
বলিউডের মুখার্জি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায়। বর্তমান প্রজন্মের কাছে তিনি কাজল ও রানি মুখোপাধ্যায়ের প্রিয় কাকা হিসেবে পরিচিত। তিনি বিখ্যাত নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের পিতা এবং দীর্ঘদিন ধরে মুখার্জি পরিবারের কর্তা হিসেবে সকলকে আগলে রেখেছিলেন। আজ (১৫ মার্চ) সকালে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত এক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দেব মুখোপাধ্যায়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। বিকেলে জুহুর পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই শোকের মুহূর্তে মুখার্জি পরিবারের সঙ্গে রয়েছেন বলিউডের একঝাঁক তারকা।
শেষকৃত্যে তারকাদের উপস্থিতি
দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে কাজল, রানি মুখোপাধ্যায়, অজয় দেবগন, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রাসহ বলিউডের অনেক তারকা উপস্থিত থাকবেন। অয়ন মুখোপাধ্যায়ের কাছে রণবীর সিং ও আলিয়া ভাট বরাবরই পরিবারের মতো। জানা গেছে, বাবার মৃত্যুতে শোকাহত অয়নকে এই কঠিন সময়ে সান্ত্বনা দিচ্ছেন তাঁরা। বিকেলে তাঁরাও শেষকৃত্যে যোগ দেবেন।
দেব মুখোপাধ্যায়ের কীর্তি
দেব মুখোপাধ্যায় বলিউডে বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’র মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে। তাঁর ছেলে অয়ন মুখোপাধ্যায়ও বলিউডের একজন স্বনামধন্য পরিচালক। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন দেব মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও বলিউডে শোক
মুখার্জি পরিবারের এই কঠিন সময়ে তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। দেব মুখোপাধ্যায়ের প্রয়াণ শুধু পরিবারের জন্য নয়, গোটা বলিউডের জন্যই এক বড় ক্ষতি। তাঁর অভিনয় ও ব্যক্তিত্বের জন্য তিনি চিরকাল স্মরণীয় থাকবেন। শেষকৃত্যের পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পরিবার ও ভক্তরা একত্রিত হবেন।