রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভারত নেপাল সীমান্ত পরিদর্শন, ভারত ১০১ শতাংশ নিরাপদ

ভারত-নেপাল সীমান্ত পরিদর্শন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার জানান, সীমান্ত নিরাপত্তার দিক থেকে ভারত সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, “ভারত ১০১ শতাংশ নিরাপদ।” শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি সীমান্তে গিয়ে তিনি সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং এসএসবি-র নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

সীমান্ত পরিদর্শন ও জনসংযোগ:
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথমে ইন্দো-নেপাল সীমান্তে মেচি নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও অভিযোগ শোনেন। এরপর তিনি পানিট্যাঙ্কি বর্ডার আউট পোস্টে এসএসবি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

এসএসবি-র নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা:
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, “ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি সীমান্ত নিরাপত্তার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত এবং নেপালের মধ্যে ঐতিহ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে।” তিনি আরও যোগ করেন, “এসএসবি শুধু সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করছে না, স্থানীয় জনবসতির উন্নয়ন এবং তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প:
রাজ্যপাল সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে। এসব প্রকল্পের মাধ্যমে শুধু সীমান্ত এলাকার উন্নয়ন হচ্ছে না, পাশাপাশি দেশের নিরাপত্তা আরও দৃঢ় হচ্ছে।”

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন:
রাজ্যপাল তাঁর সীমান্ত পরিদর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “আমার এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার সাধারণ মানুষ কতটা লাভবান হচ্ছে, তা খতিয়ে দেখা। তাঁদের সমস্যা থাকলে সেগুলি কীভাবে সমাধান করা সম্ভব, সেই চেষ্টা করা হবে। এটি মূলত একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।”

উত্তরবঙ্গ সফর:
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস দু’দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন টোটোপাড়া পরিদর্শন করেন। এরপর বুধবার তিনি ভারত-নেপাল সীমান্ত পরিদর্শন করেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy