প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের মতো নৃশংস ঘটনা সম্প্রতি দেশে বেড়েই চলেছে। মিরাটের মুসকান রাস্তোগির পর এবার সেই একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন সোনম রঘুবংশী (Sonam Raghuwanshi)। পরিবারের ঠিক করে দেওয়া পাত্রকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে, তারপর মধুচন্দ্রিমায় গিয়েই প্রেমিক ও দুই ভাড়াটে খুনিকে দিয়ে স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) খুন করানোর অভিযোগ উঠেছে সোনমের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজন অভিযুক্তই গ্রেফতার হয়েছেন। এমন অমানবিক ঘটনায় ক্ষুব্ধ গোটা নেটপাড়া। অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই খুনি সোনমকে ‘বুদ্ধিহীন’ বলে তীব্র ভর্ৎসনা করেছেন।
‘কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত এই খুনের ঘটনার চরম নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটা ভীষণই অযৌক্তিক। একজন মহিলা নিজের বাবা-মাকে ভয় পাওয়ার কারণে বিয়েতে ‘না’ বলতে পারছেন না, অথচ ভাড়াটে খুনিদের সঙ্গে ঠান্ডা মাথায় বসে স্বামীকে খুনের পরিকল্পনা করতে পারছেন!”
রাজা রঘুবংশী হত্যাকাণ্ড (Raja Raghuvanshi Murder Case) প্রসঙ্গে অভিনেত্রী আরও লেখেন, “সে স্বামীকে ডিভোর্স দিতে পারত, প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারত। কিন্তু সে তা করেনি। কতটা নিষ্ঠুর, ঘৃণ্য, সর্বোপরি অযৌক্তিক এবং বুদ্ধিহীনের মতো কাজ করেছে! এই ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। এদের কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। সমাজের জন্য বড় হুমকির কারণ হতে পারে এরা। কারণ বুদ্ধিহীন মানুষের কোনো ধারণা থাকে না তারা কী করছে।” তাই চারপাশে এই ধরনের মানুষদের থেকে সচেতন থাকার পরামর্শও দিয়েছেন কঙ্গনা।
গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়। এর পর ২০ মে নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে মেঘালয়ের দিকে রওনা দেন। ২৩ মে হঠাৎই দু’জন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন। পুলিশি তল্লাশির পর গত ২ জুন চেরাপুঞ্জি জঙ্গলের গভীর খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে, ধারালো অস্ত্র দিয়ে রাজার মাথার সামনে ও পিছনে আঘাত করা হয়েছিল। এই ঘটনায় সোনম, তার প্রেমিক রাজ এবং আরও দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।