আজ নবান্ন অভিযান ছাঁটাই হওয়া শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশের পর তাঁদের সাফ বার্তা— “অযোগ্যদের নয়, চাকরি ফিরুক যোগ্যদের হাতেই।” সেই দাবিতেই আজ নবান্নের উদ্দেশে রওনা হয়েছেন চাকরিচ্যুতরা।
গতকালই আদালত জানিয়েছিল, পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের আবার সুযোগ দেওয়া যাবে না। সেই রায়ের পর আজ ফের রাজপথে বিক্ষোভ, স্লোগানে গর্জে উঠলেন বঞ্চিতরা। “যোগ্যদের চাকরি ফেরাও”— এই দাবিতে উত্তাল হাওড়া ময়দান, সেখান থেকেই কর্মসূচির সূচনা। নবান্ন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে একাধিক রাস্তা। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসনও।
বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তীব্র বিতর্ক। দিনহাটার এক বাসিন্দাকে পাঠানো হয়েছে ‘অনুপ্রবেশকারী’ নোটিস। অসম সরকারের দাবি, ওই ব্যক্তি ১৯৭১ সালের ২৪ মার্চের পর, বৈধ কাগজপত্র ছাড়াই অসম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। যদিও ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর জন্ম কোচবিহারে, সেখানেই বেড়ে ওঠা। অথচ এমন একটি চিঠি পেয়ে কার্যত দিশেহারা তিনি। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
কলকাতা জুড়ে রাতভর বৃষ্টির জেরে বেশ কিছু এলাকায় জল জমেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলি পার্ক, ধর্মতলা— একাধিক ব্যস্ত রাস্তা জলমগ্ন। তারই ফাঁকে অ্যাপ ক্যাব সংস্থাগুলির বাড়তি ভাড়া নিয়ে উঠছে প্রশ্ন।
মাত্র ১২-১৫ মিনিটের রাস্তা— মহম্মদ আলি পার্ক থেকে ধর্মতলা যেতে ছোট গাড়িতে ভাড়া ৪০০ টাকার কাছাকাছি, বড় গাড়ির ক্ষেত্রে সেটা ৫০০-র গণ্ডি ছাড়াচ্ছে। সাধারণ মানুষ বলছেন, এই দুর্যোগে গাড়ি না পেয়ে কষ্ট, আর অ্যাপ ক্যাব সংস্থাগুলি সুযোগের সদ্ব্যবহার করছে।