মোদিকে ‘সারে জাহা সে আচ্ছা’ শোনালেন কুয়েতি গায়ক, দেখে মুগ্ধ সকল ভারতীয়

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গত শনিবার দেশটির এক ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ‘হালা মোদি’ অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আর সেখানে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন কুয়েতি গায়ক মুবারক আল রাশেদ। কারণ, মোদিকে তখন ‘সারে জাহা সে আচ্ছা’ গানটি গেয়ে শোনান তিনি।

এরপর ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর মুখোমুখি হয়ে ‘সারে জাহা সে আচ্ছা’ ও ‘বৈষ্ণব জন তো’ গানের কয়েক কলি গেয়ে শোনান রাশেদ। সঙ্গে এ গায়ককে নিয়ে এএনআই লিখেছে, ‘কুয়েতি গায়ক মুবারক আল রশিদ, প্রধানমন্ত্রী মোদির এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে ‘সারে জাহা সে আচ্ছা’ ও ‘বৈষ্ণব জন তো’ গেয়ে শোনালেন।’

জানা গেছে, এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’- এ ভূষিত করা হয় নরেন্দ্র মোদিকে। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল সাবাহ প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেন।

এ বিষয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ কর্তৃক মুবারক আল-কবির অর্ডারে ভূষিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি এই সম্মান ভারতের জনগণকে এবং ভারত ও কুয়েতের মধ্যে দৃঢ় বন্ধুত্বকে উৎসর্গ করছি।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy