মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুললো ‘বিক্রম বেদা’, আয় করলো…

গতকাল মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘বিক্রম বেদা’। সিনেমাটিতে একজন গ্যাংস্টার চরিত্রে হৃতিক রোশন এবং একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। মুক্তির প্রথম দিনই সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। যেমনটা প্রত্যাশা ছিল, তেমনটা পূরণ না হলেও ‘বিক্রম বেদা’ শুক্রবার মুক্তির প্রথম দিন ভারতে প্রায় ১০ থেকে ১১ কোটি টাকা আয় করেছে।

তবে একই দিনে মুক্তি পাওয়া পুষ্কর-গায়ত্রী পরিচালনায় মণি রত্নমের বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘পন্নিয়ান সেলভান’ এর সঙ্গে বক্স অফিসে বেশ লড়াই করতে হয়েছে সিনেমাটিকে।

বক্স অফিস ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো মার্কেটে ‘বিক্রম বেদা’ তেমন ভালো পারফর্ম করতে পারেনি। এই দুটি বিশাল দর্শক বাজারে সিনেমাটির শুরুটা অনেকটা ‘শামশেরা’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মতোই হয়েছে যা প্রত্যাশা পূরন করতে পারেনি।

তবে ‘বিক্রম বেদা’ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। অনেকের দাবি, সিনেমাটি দর্শকদের আরো বেশি পছন্দ হবে। যারা আসল ‘বিক্রম বেদা’ দেখেনি তারা এটিকে আসলের সঙ্গে তুলনা করবে না। এক্ষেত্রে সিনেমাটি আলাদা একটি ভালোলাগা তৈরি করবে।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ সিনেমাটির রিভিউতে লিখেছে, “বিক্রম বেদা হল একটি কাল্ট ক্লাসিকের নতুনকরণ এবং ভিন্ন আঙ্গিকে তৈরি একটি রিমেক। সিনেমাটির আকার ও নির্মাণশৈলী এবং এটি যে তারকা শক্তি বহন করে তা বিবেচনা করলে এই সমস্ত পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। রিমেকটি অরিজিনাল থেকে কিছু অংশ বাদ দিয়ে নতুন স্টাইলে তৈরি করা হয়েছে, যা সিনেমাটিকে আরো ভালো করে তুলতে পারে। ’

এদিকে সিনেমায় সাইফ আলি খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃতিক পিটিআইকে বলেন, “আমার ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার আমি নিজেকে রক্ষা করার মতো ব্যাপার অনুভব করেছি। আমি অনুভব করছি যে আমাকে খুব বাস্তবিক হতে হবে। কারণ আমি এমন একজনের বিপরীতে অভিনয় করেছি যিনি সবচেয়ে বাস্তবিক একজন অভিনেতা। ’’

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy