সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি ক্লাসরুমের মেঝেতে এক ছাত্রীকে ফেলে এক যুবককে বারবার ছুরিকাঘাত করতে দেখা যায়। এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছিল যে ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদা কলেজে ঘটেছে। কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে জানা গেছে যে এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভিডিওটি মালদা কলেজের নয়, এমনকি এর সাথে পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো সম্পর্ক নেই।
সত্যতা যাচাই:
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, ভিডিওটির কমেন্ট সেকশনে অনেকেই এটিকে মালদা কলেজের ঘটনা নয় বলে উল্লেখ করেছেন। এরপর ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে Seegore নামক একটি ওয়েবসাইটে একই ভিডিওসহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, ২০২৪ সালের ১৫ই অক্টোবর বলিভিয়ার লা পাজের কারানাভির একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ক্লাসরুমে ২৩ বছর বয়সী কামিলা জাঙ্গা নামক এক ছাত্রীকে তারই সহপাঠী এবং প্রাক্তন সঙ্গী মার্কোস খুন করে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহপাঠীদের মধ্যে একজন এই ঘটনার ভিডিও রেকর্ড করে। Livegore নামক একটি পোর্টালেও একই ভিডিও এবং তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে, এই সূত্র ধরে বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে ২০২৪ সালের ১৭ই অক্টোবর বলিভিয়ার সংবাদমাধ্যম ‘Opinión Bolivia’ তে স্প্যানিশ ভাষায় এই ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২৩ বছর বয়সী কামিলা পাকাসি জাঙ্গা ৫ বছর বয়সী একটি কন্যাসন্তানের মা ছিলেন এবং তিনি বলিভিয়ার লা পাজের কারানাভিতে অবস্থিত সিমন বলিভার টিচার ট্রেনিং স্কুলের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৫ই অক্টোবর স্থানীয় সময় সকাল ৮টায় কামিলা যখন কলেজের ক্লাসরুমে প্রবেশ করেন, তখন তার সহপাঠী এবং প্রাক্তন প্রেমিক মার্কোস ওরফে মার্কো ক্যালে হুয়ানকা তাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। এই ঘটনায় অভিযুক্ত মার্কোসকে প্রাথমিকভাবে ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলিভিয়ার রাষ্ট্রপতিও এই ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন এবং অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মালদা কলেজে সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে মালদার ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ জানান, “সম্প্রতি মালদা কলেজ বা মালদার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রের দ্বারা কোনো ছাত্রীকে খুন করার ঘটনা ঘটেনি।”
সিদ্ধান্ত:
এই সমস্ত তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয় যে মালদা কলেজের ঘটনা বলে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, সেটি আসলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার একটি মর্মান্তিক ঘটনার ভিডিও।