এবারের মাধ্যমিকের রেজাল্টে প্রথম ১০ এ জায়গা করে নিলেন ব্রাত্য বসু! আজ শুক্রবার সকাল ৯ টায় যখন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে একথা জানান তখন সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যান। এমনকি দেখা গেছে নাম উচ্চারণের সময় সভাপতির মুখে স্মিত হাসি।
আর সেই নিয়েই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কি রেজাল্টের তালিকায় ভুলবশত লেখা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম ? তবে পর্ষদ সভাপতি জানিয়ে দেন ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন ব্রাত্য বসু নামের এক ছাত্র।
প্রসঙ্গত, আজ সকাল ৯ টায় সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ঘোষণা করেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করেছে বাংলার ছাত্র-ছাত্রীরা। প্রথম দশে স্থান করে নিয়েছে অনেকেই। তাদের মধ্যে উল্লেখনীয় ৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম দ্বিতীয়, তৃতীয় স্থানে যুগ্মবভাবে স্থান লাভ করেছে ৬ জন।
আর এবার নিয়মমাফিক পরবর্তী মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে দিলো মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারী ও শেষ হবে ৪ মার্চ।