
ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মদের আসরে দুই পরিচারকের মধ্যে বচসার জেরে একজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। অভিযুক্ত পরিচারককে শনিবার সকালে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, সল্টলেকের জিডি ব্লকে অবস্থিত পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার রাতে দুই পরিচারকের মধ্যে তর্ক বাধে। এই তর্ক মদের আসরের মধ্যেই তীব্র আকার নেয়। এক পর্যায়ে একজন পরিচারক রান্নাঘর থেকে ছুরি নিয়ে অপরজনকে এলোপাথাড়ি কোপায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
অভিযুক্ত গ্রেপ্তার
ঘটনার পরপরই সন্দেহভাজন অভিযুক্ত পরিচারককে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের আসরে কোনও বিষয় নিয়ে দুই পরিচারকের মধ্যে গোলমাল হয়, যা এই নৃশংস হত্যাকাণ্ডে রূপ নেয়। তবে ঠিক কী কারণে এই বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তে পুলিশ
বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পেছনের সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা জানতে পেরেছি, শুক্রবার রাতে বাড়িতে পরিচারকদের মধ্যে মদের আসর বসেছিল। সেখান থেকেই অশান্তি শুরু হয়েছে বলে মনে হচ্ছে।” ঘটনার সময় পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়েরা বাড়িতে ছিলেন কি না, বা তারা কোনও গোলমালের শব্দ শুনেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি
প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি পিকে নামে পরিচিত, ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৫২টি ম্যাচে ১৬টি গোল করেছিলেন তিনি। পরবর্তী সময়ে কোচ হিসেবেও সফলতা অর্জন করেন। অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী-সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন পিকে। ২০২০ সালের ২০ মার্চ কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর এখন এই বাড়িতে তাঁর মেয়েরা থাকেন।
এলাকায় চাঞ্চল্য
পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা সল্টলেকের জিডি ব্লকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফুটবলপ্রেমীদের কাছে পিকে এক প্রিয় নাম। তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটায় অনেকেই শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।