ভারতের ‘সুদর্শন চক্র’ ধ্বংস হয়েছে? পাকিস্তানের দাবির জবাবে কী জানাল ভারতীয় সেনা?

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতের আবহে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তিশালী স্তম্ভ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (S-400 Air Defence System) পাকিস্তানের একাধিক ড্রোন এবং মিসাইল হামলা সফলভাবে রুখে দিয়েছে। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক সিস্টেমের কার্যকারিতা ও সাফল্য নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই পাকিস্তান ভারতের এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল, যা সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে ভারতীয় সেনা তথা ভারত সরকার।

এস-৪০০ সিস্টেম ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে পাকিস্তানের বহু ড্রোন হামলা এবং কিছু মিসাইল আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। কিন্তু গত শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি বিভ্রান্তিকর খবর দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। মূলত পাকিস্তানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কিছু সংবাদমাধ্যম থেকেই এই দাবি সম্বলিত পোস্ট ও প্রতিবেদন প্রকাশ করা হয়। এই দাবি আন্তর্জাতিক মহলেও কিছুক্ষণের জন্য বিভ্রান্তি তৈরি করেছিল।

তবে শনিবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রির উপস্থিতিতে একটি সাংবাদিক সম্মেলনে উইং কমান্ডার ভ্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ করেন। তাঁরা সাফ জানিয়ে দেন যে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম বড় স্তম্ভ এস-৪০০ ধ্বংসের যে দাবি পাকিস্তান করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো খবর। পাকিস্তানের এই ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা করা হয়েছে ভারতের তরফে। সরকারি তরফে পরিষ্কার জানানো হয়েছে যে ভারতের এস-৪০০ মিসাইল সিস্টেম ধ্বংস বা ক্ষতির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

এস-৪০০ ট্রায়াম্ফ বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। ভারতীয় সেনার কাছে এটি ‘সুদর্শন চক্র’ হিসাবেও গণ্য হয়। এই প্রতিরোধ ব্যবস্থা একইসঙ্গে ৮০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে এবং একইসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুকে নিশানাতে সক্ষম। কোনও লক্ষ্যবস্তু ৬০০ কিলোমিটার দূরে থাকলেও তা চিহ্নিত করতে পারে ভারতীয় সেনার সুদর্শন চক্র। এমনকি ৪০০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এটি। সাম্প্রতিক পাক হামলা রুখতে এটি সবথেকে কার্যকর ভূমিকা পালন করেছে। পাকিস্তান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সিস্টেমটিই ধ্বংসের দাবি করেছিল, যা ভারত মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy