ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারবেন কি শাহবাজ? কি বলছেন বিশ্লেষকরা

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির রয়েছে বৈরি সম্পর্ক। এ ইস্যুতে দেশ দুইটির মধ্যে যুদ্ধও হয়েছে। তাছাড়া সীমান্তে তাদের সেনাদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে শাহবাজ কাশ্মীর সমস্যার সমাধান করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে পারবেন কি না সে বিষয়ে আলোচনা চলছে।

জানা গেছে, নরেন্দ্র মোদী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে স্বাগত জানিয়েছেন। এদিকে শাহবাজ এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইসলামাবাদ দিল্লির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায়। ধারণা করা হচ্ছে নতুন সরকারের ফলে পারমাণবিক ক্ষমতাধর দেশ দুইটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হতে পারে।

অভিনন্দনের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তাছাড়া জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্কিত বিষয়গুলোর সমাধান অপরিহার্য বলেও জানান তিনি। এর আগে ইমরান খান অনাস্থা ভোটে হারলে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy