
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তে গোটা দেশ উল্লাসে মাতোয়ারা। ২০০২ ও ২০১৩ সালের পর ২০২৫ সালে আবারও এই ট্রফি জিতেছে ভারত। বাজি পোড়ানো, শোভাযাত্রা, নাচ-গান—সব মিলিয়ে দেশজুড়ে চলছে জয়ের আনন্দ। তবে এই উদযাপনের মাঝেই মধ্যপ্রদেশের দেওয়াসে এক ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ, রবিবার রাতে ভারতের জয়ের উল্লাসে মাতোয়ারা একদল যুবককে পুলিশ মাথা ন্যাড়া করে শাস্তি দিয়েছে এবং প্রকাশ্যে রাস্তা দিয়ে হাঁটিয়ে থানায় নিয়ে গেছে।
এই ঘটনার পর মঙ্গলবার বিজেপি বিধায়ক গায়ত্রী রাজে পুয়ার দেওয়াসের পুলিশ সুপার পুনিত গেহলোটের সঙ্গে দেখা করেন। বিধায়কের দাবি, গোটা দেশের মতোই ওই যুবকরাও ভারতের জয় উদযাপন করছিল। তারা কোনো অপরাধী নয় এবং তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই। বিধায়ক আরও বলেন, প্রকাশ্যে যেভাবে যুবকদের নিয়ে যাওয়া হয়েছে, তা মোটেও কাম্য নয়। তিনি পুলিশ সুপারকে বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এনিয়ে বিধানসভাতেও বিষয়টি উত্থাপন করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ভারতের জয়ের পর দেওয়াসের সায়াজি গেটের সামনে বিপজ্জনকভাবে বাজি পোড়ানো হচ্ছিল। স্টেশন ইনচার্জ অজয় সিং গুর্জরের নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছলে যুবকরা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী, তারা পুলিশের গাড়িতে পাথর ছোড়ে বলেও অভিযোগ রয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে পুলিশ ১০ জনের নামে অভিযোগ দায়ের করেছে।
এদিকে, সোমবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় viral হয়। ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা না গেলেও তাতে দেখা যায়, যুবকদের জোর করে মাথা ন্যাড়া করে সায়াজি গেট থেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ভিডিও প্রকাশের পরই ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
VIDEO | Madhya Pradesh: Police shave heads and parade those accused of creating ruckus in Dewas after India’s ICC Champions Trophy victory on the night of March 9.
(Full video available on PTI Videos – https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/PqCIvX4p0y
— Press Trust of India (@PTI_News) March 11, 2025
স্থানীয় বাসিন্দারা জানান, যুবকরা শুধু দেশের জয় উদযাপন করছিল। তাদের এই ধরনের শাস্তি দেওয়া উচিত হয়নি। পুলিশের এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এখন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
মধ্যপ্রদেশ পুলিশ এখনও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে, এই ঘটনা রাজ্যের প্রশাসন ও পুলিশ বিভাগকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশের জয়ে উল্লাসের মাঝেই এই বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।