‘মৌসুমের সময় জীবনে কখনো এত দামে আলু বিক্রি করিনি। ভালো লাগে না। খালি খালি কাস্টমারের সঙ্গে তর্ক হয়। কী করবো বলেন? বেশি দামে কিনে কমে বিক্রি করবো কীভাবে?’
কথাগুলো বলছিলেন শান্তিনগর বাজারের জহির মিয়া। তিনি সেখানে বিশ বছরের বেশি সময় সবজি বিক্রি করছেন। তিনিও আলুর বাড়তি দামে বিব্রত, বিরক্ত। আগে কখনো ভরা মৌসুমে এত দামে আলু বিক্রির রেকর্ড তার নেই।
তিনি বলেন, আলু যখন নতুন আসে, তখনকার কথা ভিন্ন। এখন তো ভরা সিজন। এত দাম কেন, আমার নিজেরই মাথায় খেলে না।
এ ব্যবসায়ী জানান, প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি আলু পাইকারি বাজার থেকে কেনেন তিনি।
আর পুরাতন আলু আনেন একবস্তা করে। কারণ পুরাতন আলু সংরক্ষণ করা যায়।
যদিও প্রতিদিন আলুর সরবরাহ একটু একটু করে বাড়ছে। জানুয়ারি মাসে হয়তো আলুর দাম কম থাকবে।
এদিকে খালেক মিয়া নামের একজন ব্যবসায়ী বলেন, এ মাসের শুরুতে আলুর দাম কমার দিকে ছিল। কিন্তু মাসের শুরুতে বৃষ্টি হয়। এরপর বাজারে আলু কম আসতে শুরু করে।
বিভিন্ন এলাকায় আলুর ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই দামও বাড়তে থাকে। তারপরও মৌসুমের শুরুতে নতুন আলুর দাম কয়েক দিন একটু বেশি থাকলেও পুরোনো আলুর দাম কখনো এত বেশি হতে দেখিনি।