
গুজরাটের রাজকোটের এক বহুতল আবাসনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং অন্তত ৩০ জন আবাসনের ভেতরে আটকা পড়ে রয়েছেন।
সূত্রের খবর, শুক্রবার আবাসনে হোলির অনুষ্ঠান চলার সময় হঠাৎ করে আগুন লাগে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিজেদের প্রাণ বাঁচাতে ছাদে উঠে যান, আবার কেউ কেউ জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।
দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আটকে পড়া মানুষদের উদ্ধার করতে। এই ঘটনায় বেশ কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তিন, তবে আশঙ্কা করা হচ্ছে যে এই সংখ্যা আরও বাড়তে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, এর আগেও রাজকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত বছর টিআরপি গেমিং জোনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর সমস্ত আবাসন এবং গেমিং জোনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, এক বছর কাটতে না কাটতেই আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল।
রাজকোটের দমকল প্রধান জানিয়েছেন, “আমরা আপ্রাণ চেষ্টা করছি আটকে পড়া মানুষদের উদ্ধার করতে। আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় কাজ কঠিন হয়ে পড়ছে। তবে আমাদের দল কোনওভাবে উদ্ধারকাজ সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
বর্তমানে ঘটনাস্থলে বহু দমকল ইঞ্জিন উপস্থিত রয়েছে এবং উদ্ধারকাজ চলছে। প্রশাসন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।