আবার বিতর্কে নাম জোরালো কর্ণাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ভবিষতে দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে গেরুয়া পতাকা। গেরুয়া পতাকাকে তিনি ত্যাগের প্রতীক বলেও বর্ণনা করেছেন।
সাংবাদিকদের ঈশ্বরাপ্পা বলেছেন, দেশে গেরুয়া পতাকাকে সম্মানের ইতিহাস অনেক দিনের। তাঁর দাবি, একহাজার বছরের ইতিহাস রয়েছে। গেরুয়া পতাকাকে ত্যাগের প্রতীক বলে বর্ণনা করে তিনি বলেছেন, আরএসএস-এ তারা গেরুয়া পতাকার সামনে প্রার্থনা করে থাকেন, তাঁদের মধ্যে থাকা মূল্যবোধ বোঝাতে। এরপরেই তিনি বলেছেন, গেরুয়া পতাকা আজ হোক কিংবা অন্য কোনও দিন এই দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে।
সেই সাথে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেছেন কংগ্রেস যাই বলুক না কেন, সংবিধান অনুযায়ী তেরঙ্গা আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার প্রতি সবাই প্রাপ্য সম্নান দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।